
বরগুনা প্রতিনিধি : নিহতদের একজন হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান আতাউর সর্দার ও অপরজন রবিউল মালী। সোমবার সকাল ৬টা থেকে র্যাবের অভিযান শুরু হয় বলে জানান বরিশাল র্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব। তিনি বলেন, বন্দকযুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বরগুনার পাথরঘাটাসংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে (বিহঙ্গ) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু হাসান বাহিনীর দুজন নিহত হয়েছে।
তিনি আরো জানান, জলদস্যু হাসান বাহিনী বঙ্গোপসাগরের জেলে ট্রলারে ডাকাতির উদ্দেশ্যে মাঝের চরে অবস্থান নিয়েছে এমন খবরে র্যাব ৮ এর একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর দস্যু বাহিনী পিছু হটলে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে র্যাব। পরে পাথরঘাটার পদ্মা গ্রামে নিয়ে আসার পর স্থানীয় জেলেরা মরদেহ হাসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হাসান আতাউর সর্দার ও রবিউল মালী বলে শনাক্ত করে। তবে তাদের ঠিকানা নিশ্চিত করতে পারেনি র্যাব। মরদেহ ও আগ্নোয়াস্ত্র পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।