
এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উদযাপন করে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হয়েছে মন। রাজধানী ঢাকাসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমান আনন্দ-উচ্ছ্বাসেই পালন করেছে তাদের প্রধান এই ধর্মীয় উৎসব -সেই
বরগুনা জেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবারে পবিত্র ঈদুল আযহার নামাজ বুধবার সকাল সাড়ে ৭.৩০ মিনিটে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দরবারের মাজার সংলগ্ন মসজিদ মাঠে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নামাজে ইমামতি করবেন ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফের গদীনশীন পীর আল্লামা শাহ মাহমুদুল হাসান ফেরদাউস সাহেব (মা.)।
ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্য সারাদেশের দরবারের ভক্তবৃন্দ ধর্মপ্রাণ মুসলমানগণ দরবারের স্থানীয় ঈদগাহ বা মসজিদে সমবেত হন। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। উক্ত দরবারে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সুবাহান মিয়া। ৪ নং মোকামিয়া ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান সুজন মল্লিক সাহেব। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নামাজ শেষে নিজের মিলাদ কিয়াম এর মধ্য দিয়ে মোনাজাত করেন। দরবারের বর্তমান পীর সাহেব হুজুর। পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেন । শোকহত আগস্ট মাস কে স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
নামাজ শেষে অনেকেই যান দরবারের শুয়ে থাকা ২ ওলীর রুহানি মোবারক জিয়ারত করতে। অশ্রুসিক্ত হয়ে চিরকালের জন্য চলে যাওয়া ২ওলীর সহ স্বজনের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে করজোড়ে মোনাজাত করেন তারা।