বরগুনা ১০০ পিস ইয়াবাসহ মা ও ছেলে আটক

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকেঃ বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা এলাকায় অভিযান চালিয়ে মাদক বড়ি ইয়বাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের (ওসি) হারুন অর রশিদ জানান, দুপুরের দিকে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। ডিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাসহ খালে ঝাঁপ দেয় আরিফ। স্থানীয়দের সহায়তায় পরে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

এছাড়াও মাদকব্যবসায় আরিফ জড়িত থাকায় তার মা কুলসুমকে গ্রেফতার করা হয়। তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১’শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ডিবির ওসি আরও জানান, আরিফ ও তার পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায় যুক্ত। তাদের বিরুদ্ধে বরগুনা থানায় একাধিক মামলা রয়েছে।