
মো.মিজানুরর রহমান নাদিম, বরগুনা প্রতিনিধি: বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে দুজনকে। তাঁরা হলেন বর্তমান সংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। একই আসনে দুজনকে মনোনয়ন দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক জল্পনাকল্পনা শুরু হয়েছে।
এদিকে, জাহাঙ্গীর কবিরকে সমর্থন জানিয়ে তাঁর সমর্থকেরা বরগুনা শহরে আনন্দ মিছিল ও মিষ্ট বিতারন করেন। তবে সংসদের পক্ষে কোনো মিছিল হয়নি। তাঁর নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি।
জাহাঙ্গীর কবিরের কয়েকজন সমর্থক বলেন, সংসদ শম্ভু সীমাহীন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ত্যাগী নেতা-কর্মীদের কোণঠাসা করে অপরাজনীতির সূচনা করেছেন। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে মনোনয়ন দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। সরকারি চাকরি, বদলি, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম ও ভাগ–বাঁটোয়ারাসহ নানা অপকর্মের কারণে বর্তমান সরকারের উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে। এসব কারণে সংসদ মনোনয়ন পাবেন না।
তাঁরা জানান, এসব কারণে গত ৪ সেপ্টেম্বর বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগের একাংশ সংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে অবাঞ্ছিত ঘোষণা করে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মৃধা বলেন, সংসদ শম্ভুর দুর্নীতির অভিযোগ থাকার কারণে এই আসনে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। নানা কারণে সংসদ এলাকায় বিতর্কিত। তাই প্রধানমন্ত্রী এই আসনে দুজনকে মনোনয়ন দিয়েছেন।
সংসদের ঘনিষ্ঠ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুনশি মোস্তফা বলেন, ‘দুজনকে কেন মনোনয়ন দেওয়া হয়েছে, সেটা আমার জানা নেই। তা ছাড়া, তৃণমূল থেকে কোনো মতামত নেওয়া হয়নি। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর কবির বলেন, বর্তমান সংসদ এলাকায় বিতর্কিত। তাই তৃণমূলের আস্থায় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন।