বরিশালের গৌরনদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

মোঃ লিমন সরদার, গৌরনদী (বরিশাল): আজ শনিবার পবিত্র ১২ রবিউল আউয়াল। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের পুণ্যময় এই দিনটি উপলক্ষে বরিশালের গৌরনদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামাত, বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে সকালে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কসহ গৌরনদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।