বরিশালের গৌরনদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারা দেশের ন্যায় বরিশালের গৌরনদীতেও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জহির।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। তিনি বক্তব্যে বলেন, “জাতীয় সংকট সমাধান ও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপি নেতাকর্মীরা যে ধরনের দুর্বৃত্তায়ন ও দখল চাদাবাজি মোকাবেলা করবে, তার জন্য দল এবং আইন ব্যবস্থা রয়েছে।”

সভায় জেলা উত্তর বিএনপির সিনিয়র নেতা এস.এম. মনিরুজ্জামান মনির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীসহ স্থানীয় শতাধিক নেতাকর্মী মিছিল এবং আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভা শেষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা ঢাকা-বরিশাল মহাসড়ক ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, রক্তদান এবং সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগ গ্রহণ করা হয়।

সব মিলিয়ে গৌরনদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।