বরিশাল : বরিশালের বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিবিজড়িত বাড়ি ও জাদুঘর। ১৪ ডিসেম্বর শাহাদাৎবার্ষিকীর দিনটি আসলেই এখানকার মানুষ খুবই ঘটা করে স্মরণসভা করে। কখনো সরকারিভাবে আবার কখনো বাংলাদেশ মানবাধিকার কমিশন নামক সংগঠনের উদ্যোগে। বছরের বাকী সময়ে কেউ আর খোঁজ রাখেনা তার।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের একমাত্র ছোট ভাই মঞ্জুর আহম্মেদ বাচ্চুও আক্ষেপ করে সে কথাই জানালেন। ভাইয়ের স্মৃতিকে আগলে রাখতে তিনি ‘বীর ফাউন্ডেশন’ নামের ব্যক্তিগত সংগঠনের মাধ্যমে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের অনুদান দিয়ে যাচ্ছেন। আর তাতে সহযোগীতা করছেন দুই বোন রাহানুর ও খালেদা।
বীরশ্রেষ্ঠ পরিবারের দান করা ২০ শতক জমিতে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগরে ২০০৮ সালে সরকারিভাবে প্রতিষ্ঠা করা হয় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর । সরকারিভাবে প্রতিষ্ঠিত হলেও জাদুঘরটির রক্ষবেক্ষণসহ যাবতীয় কাজের অর্থের জোগান দিতে হয় তার পরিবারকে। শুধুমাত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার এক নিরাপত্তাকর্মীকে মাসিক হারে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
অন্যদিকে দীর্ঘদিন এখানকার লাইব্রেরিয়ান পদটি শূন্য থাকলেও এখন পর্যন্ত নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। লাইব্রেরিতে নতুন সংগ্রহ নেই বললেই চলে।
বীরশ্রেষ্ঠর নামে তার জন্মস্থানের নামকরণ জাহাঙ্গীরনগর। ইউনিয়নটির নাম ছিল আগোরপুর, সে নাম বাদ দিয়ে কেন জাহাঙ্গীরনগর হলো তা জানেন না ওই উপজেলার অনেকেই। বীরশ্রেষ্ঠর যে গ্রামে জন্ম তার নাম রহিমগঞ্জ। আর ওই রহিমগঞ্জ নামকরণ হয়েছিলো বীরশ্রেষ্ঠর দাদার নামের সঙ্গে মিল রেখে। তারা ছিলেন ওই এলাকার এক সময়ের জমিদার।
মঞ্জুর আহম্মেদ বাচ্চু বলেন, ‘বাবুগঞ্জবাসী তাকে বছরে একদিন মনে করলেও এখনো মনে রেখেছে রাজশাহীবাসী। বিশেষ করে চাপাইনবাবগঞ্জ জেলাবাসী। সেখানে তার জন্মদিন আর শাহাদাৎ বাষির্কীতে সরকারিভাবে বিভাগীয় নানান কর্মসূচি হাতে নেওয়া হয়।’
তবে আগামী প্রজন্মকে বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে জানাতে বরিশালের প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে তার স্মৃতি ফলক তৈরি করায় প্রয়াত বরিশালের সাবেক মেয়র আলহাজ্ব শওকত হোসেন হিরন’র পরিবারকে ধন্যবাদ জানান তিনি।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলাউদ্দিন নামের এক যুবক বলেন, ‘আমরা এখনো ওই ইউনিয়নকে আগোরপুর বলেই জানি। আবার কেউ কেউ জাহাঙ্গীরনগরও বলেন। শুনেছি এখানকার রহিমগঞ্জ গ্রামে এক বীরশ্রেষ্ঠর জন্মস্থান। কিন্তু তার নামেই জাহাঙ্গীরনগর কিনা আমার জানা নেই।’
হাসিনা আকতার নামের এক তরুণী বলেন, ‘বাবা-মায়ের মুখ থেকে শুনে আসছি আমাদের ইউনিয়নের নাম আগোরপুর। কিন্তু এখন শুনি জাহাঙ্গীরনগর। সরকার নাকি এই ইউনিয়নের নাম পাল্টে দিয়েছে। তারপরও আমরা আগে যা শুনেছি তাই বলছি। হ্যাঁ, এটা ঠিক আমাদের রহিমগঞ্জ গ্রামে এক বীরশ্রেষ্ঠর বাড়ি রয়েছে। তার নাম মহিউদ্দিন জাহাঙ্গীর। কিন্তু তার নাম ধরেই এই ইউনিয়নকে জাহাঙ্গীরনগর কিনা তা আমার জানা নেই। হাসিনা আকতার ২০০৮ সালে ৮ম শ্রেণি পাশ করার পর গৃহস্থালির কাজ করছেন।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম জানান, এই ইউনিয়নকে জাহাঙ্গীরনগর ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হলেও অনেকেই তা জানেন না। তাই এই ইউনিয়নের সকল প্রকার দোকানের সাইনবোর্ডে জাহাঙ্গীরনগর নাম বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে পূর্বের চেয়ে মানুষ এ সম্পর্কে অনেক অবগত হয়েছেন।
স্বাধীনতার ২ দিন আগে ১৪ ডিসেম্বর যুদ্ধের শেষ পর্যায়ে শত্রু পক্ষের বুলেট কপালে বিদ্ধ হলে ঘটনাস্থলেই মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন। চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে পাক বাহীনির বিরুদ্ধে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। যুদ্ধে যাওয়ার আগে সহকর্মীদের কাছে তিনি বলেছিলেন মৃত্যু হলে আমাকে এই এলাকাতেই কবর দিও।
মহিউদ্দীন জাহাঙ্গীর ১৯৪৯ সালের ৭ মার্চ বরিশালের বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আবদুল মোতালেব হাওলাদার ও মা সাফিয়া বেগম। ২ ভাই আর ৩ বোনের মধ্যে জাহাঙ্গীর সবার বড়। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময় মারা যান তার পিতা আবদুল মোতালেব হাওলাদার ও মা সাফিয়া বেগম।
পরবর্তীতে ২০০১ সালে মারা যান তার বড় বোন হেলেনা বেগম। এখন শুধু তার পরিবারে আছেন ছোট ভাই মঞ্জুর আহম্মেদ বাচ্চু, ছোট বোন রাহানুর বেগম ও খালেদা বেগম রেবা। দুই বোনের বিয়ের পর গ্রামের বাড়ীতে না থাকলেও বর্তমানে ছোট ভাই ও তার পরিবার বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠর ওই বাড়িতেই থাকেন।


