বরিশালের শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল

মোঃ লিমন সরদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামটি এখন দেশের মানুষের কাছে পরিচিত ‘শাপলার স্বর্গরাজ্য’ নামে। প্রায় ১০ হাজার একর বিস্তৃত এ জলাভূমি স্থানীয়দের কাছে পরিচিত সাতলা শাপলার বিল হিসেবে। ভোরের আলো ফোটার আগেই পুরো বিল লাল, সাদা ও বেগুনি শাপলার রঙে রঙিন হয়ে ওঠে। সূর্যের প্রথম কিরণেই যেন এই বিল লাল কার্পেট বিছানো এক স্বর্গরাজ্যে রূপ নেয়।

প্রকৃতির আদিম সৌন্দর্যের এক অনন্য নিদর্শন এ সাতলা বিল। বরিশালের উজিরপুরের নয়াকান্দি গ্রাম ও আগৈলঝাড়া উপজেলার বাগধা এলাকায় বিস্তৃত এ বিলের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নিচে কালচে পানির উপর লাল শাপলার সারি যেন আঁকা এক অপূর্ব জলরঙের ছবি।

প্রতিদিনই ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে এই বিল। স্থানীয়রা জানান, জুলাইয়ের শেষ দিক থেকে নভেম্বরের শুরু পর্যন্ত শাপলার মৌসুম থাকে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এখানে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি দেখা যায়। শাপলার পাশাপাশি দেখা মেলে দেশীয় পাখি ও সাদা বকের। শাপলা শুধু সৌন্দর্যেই নয়, অনেক স্থানীয় পরিবার এ ফুল বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। দুর্গাপূজার আগ পর্যন্ত বাজারে তরকারি হিসেবেও এর চাহিদা থাকে।

শাপলা ফুলের বিশেষত্ব হলো, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এটি ফুটে উঠে আর দুপুরের আগেই সূর্যের তাপে ধীরে ধীরে গুটিয়ে যায়। তাই এ সৌন্দর্য উপভোগ করতে হলে ভোরবেলাতেই বিলের বুকে ছোট নৌকায় ভ্রমণ করতে হয়। নৌকায় করে শাপলার ভেতর দিয়ে ঘোরার অভিজ্ঞতা পর্যটকদের জন্য এক অনন্য আনন্দ।

স্থানীয় বাসিন্দা তুহিন জানান, বরিশাল নগর থেকে নথুল্লাবাদ হয়ে সরাসরি সাতলা বা বাগধা গ্রামে যাওয়া যায়। বাসে প্রায় দুই ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো সম্ভব। এছাড়া শিকারপুর পর্যন্ত বাসে গিয়ে সেখান থেকে অটোরিকশায় সাতলা পৌঁছানো যায়।

গৌরনদী উপজেলা থেকে আসা এক পর্যটক জানান, শাপলা বিল ঘুরতে গেলে নৌকা ভাড়া নিতে হয়। প্রতিটি নৌকায় ৮-১০ জন যাত্রী উঠতে পারেন। তবে ভাড়া কিছুটা বেশি—প্রতি ঘণ্টায় এক হাজার থেকে বারোশ টাকা পর্যন্ত গুনতে হয়।

প্রকৃতিপ্রেমীদের কাছে শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল এখন এক অবিস্মরণীয় ভ্রমণ গন্তব্য। ভোরের প্রথম আলোয় শাপলার রঙিন সমাহার যে কাউকে মুগ্ধ করবেই।