বরিশালে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে মো. আজাদ (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজাদ বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কেরামত আলীর ছেলে। গত ৩০ এপ্রিল তার ওপর হামলা চালানো হয়।

নিহতের বড় ভাই মোকলেছুর রহমান জানান, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহম্মেদের শ্যালক মো. কবির হোসেন তার ভায়রার বাসায় ভবন নির্মাণ কাজের জন্য চুক্তি করে আজাদের সঙ্গে। ৩০ এপ্রিল তিনি ওই কাজে যোগদান না করায় কবির আজাদের ওপর ক্ষিপ্ত হন।

ওই দিনই আজাদকে বাসা থেকে তুলে নগরীর রূপাতলীর সোনারগাও টেক্সটাইল মিলের সামনে এনে কবিরসহ ৩/৪ জন আজাদকে প্রচণ্ড মারধর করে। ওই দিনই আজাদকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

মোকলেছুর রহমান আরো জানান, ওই দিনই এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ নিয়ে পুলিশ একদিন ঘটনাস্থলে তদন্তে গিয়ে রহস্যজনক কারণে পরবর্তীতে চুপ হয়ে যায়।

এদিকে সকালেই নির্মাণ শ্রমিক আজাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে বিক্ষোভ করে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। তারা এ ব্যাপারে বিভিন্ন আন্দোলন-কর্মসূচি হাতে নিয়েছে।

এ ব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আওলাদ হোসেন পিপিএম জানান, এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করা হয়েছিল। তাতে আসামিদের নাম ভুল ছিল বিধায় সংশোধন করার জন্য আজাদের পরিবারকে থানা থেকে জানানো হয়েছিল। কিন্তু তারা রোগী নিয়ে ব্যস্ত থাকায় আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি। তা ছাড়া চিকিৎসকদের মতামত অনুযায়ী রোগী গত কয়েক দিন বেশ ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে আজ শেষ রাতে দিকে রোগী বেশি অসুস্থ হয়ে যায়।

ওসি আরো জানান, এরই মধ্যে আসামি আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ছাড়া লাশের সুরতহাল করার প্রক্রিয়া চলছে।