বরিশালে এক রিকশাচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল নগরীর রূপাতলী থেকে শাহাদাৎ খান (৪০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের গ্যাসটারবাইন এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাহাদাৎ স্থানীয় খান বাড়ির মৃত সোহবাহান খানের ছেলে।

কোতোয়ালি থানার এসআই গোফরান উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শাহাদাৎ মানসিক প্রতিবন্ধী ছিলেন। ১৫ ফেব্রুয়ারি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শাহাদাৎ। সকালে বাড়ির পাশের ডোবায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।