বরিশালে গাছের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লেগে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রহমতপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল নগরীর সাগরদি এলাকার ইউসুফ আলী হাওলাদারের ছেলে মনির হোসেন ও বাখেরগঞ্জ উপজেলার কলশকাঠি গ্রামের মনিন্দ্র দাসের ছেলে মিহির দাস। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে বরিশালগামী প্রাইভেটকারটি রহমতপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় কারটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক মিহির দাস (৩৫) ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। কারের যাত্রী মনির হোসেনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।