বরিশালে চেয়ারম্যান পদ নিয়ে বিরোধ ইউপি সদস্যকে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ

গৌরনদী বরিশাল: বরিশালের সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে বিরোধের জেরে ইউপি সদস্য মো. রাশেদ মাঝি (৪৮) হত্যাচেষ্টা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগপত্রে জানা যায়, ইউনিয়ন চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। এতে ১নং আসামি জাকির হোসেন মঞ্জুর আবেদন স্থানীয় রাজনৈতিক নেতাদের আপত্তিতে বাতিল হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত শনিবার (২৪ আগস্ট) দুপুরে তিলক এলাকার সেতুবন্ধ ক্লাবের সামনে ওৎ পেতে থেকে জাকির মঞ্জু রাশেদ মাঝির মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় মোটরসাইকেল ও মোবাইল ভাঙচুর করে প্রায় ১৭ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।

হামলার সময় স্থানীয়রা ঠেকাতে এগিয়ে এলেও ব্যর্থ হন। অভিযোগে বলা হয়, হামলাকারী হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ছাড়েন এবং পরে মোটরসাইকেলযোগে ভুক্তভোগীর বাড়িতে গিয়েও ভয়ভীতি প্রদর্শন করেন।

রাশেদ মাঝি অভিযোগে উল্লেখ করেন, তিনি ও তার স্বজনরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় আছেন। এ ঘটনায় আইনগত সহায়তা চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।