
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল মহানগরী থেকে পিস্তল, পাইপগান ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে মহানগরীর কাউনিয়া থানার বাটনা গ্রামে অভিযান চালিয়ে মো. আক্তারুজ্জামান খাঁন (৪৮) ও মো. রেজাউল করিমকে (৪২) গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে র্যাব-৮ এর কার্যালয় থেকে পাঠানো মেইল বার্তায় বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর একটি দল মহানগরীর বাটনা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মৃত আ. জব্বার খাঁনের ছেলে মো. আক্তারুজ্জামান খাঁন ও মৃত সফর আলী হাওলাদারের ছেলে মো. রেজাউল করিমকে (৪২) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮-এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।