বরিশালে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে উদ্যোক্তাদের আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠান ডিজিটাল সেন্টার বরিশাল বিভাগীয় উদ্যোক্তা ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় উদ্যোক্তা ফোরামের সভাপতি হাসেম উদ্দিন। বিশেষ অতিথি কেন্দ্রীয় উদ্যোক্তা ফোরামের সহসভাপতি আল মামুন মিয়া, আবু ইউসুফ। বরিশাল বিভাগীয় উদ্যোক্তা ফোরামের সমন্বয়কারী আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উদ্যোক্তা ফোরামের সাধারন সম্পাদক মাহতাব আলী। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন গণমানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে মানব জাতির মুক্তির পথ দেখিয়ে গেছেন। তাই ন্যায্য দাবী আদায়ের জন্য বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করার জন্য ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রতি তিনি আহবান জানান। এছাড়াও অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয়কারী ফজলুল করিম রিয়াজ, মাহতাব উদ্দিন, গীতা রানী, পটুয়াখালী জেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি নুরুল ইসলাম, উদ্যোক্তা শাহাবুদ্দিন মানিক, রিংকু, সম্পা রানী, সাজিদ রহমান প্রমূখ। অনুষ্ঠান স ালনা করেন বিভাগীয় সমন্বয়কারী মাসুম বিল্লাহ। এসময় উদ্যোক্তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টার জাতীয়করনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ উচ্চ আদালতের রীট পিটিশনে স্থগিতাদেশ জারি হওয়ায় উচ্ছাস প্রকাশ করেন। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।