বরিশালে বাড়ছে অপরাধ প্রবনতা

বরিশাল প্রতিনিধি, হান্নান ॥
অপরাধ দমনে আপাতদৃষ্ট কোন পদক্ষেপ না থাকায় দিন দিন বরিশালে বাড়ছে অপরাধ প্রবনতা। পাশাপাশি দ্রুত বিচার ব্যবস্থা না থাকায় বার বার আইনের ফাঁক গলে বেড়িয়ে যাচ্ছে অপরাধীরা। বরিশাল জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক পরিসংখ্যান মতে জানাযায়, গত ৯ মাসে ৩৭টি খুন, ৯০টি চুরি ও সিধেল চুরি, ১৯২টি নারী নির্যাতন ও ৬৭১টি মাদক দ্রব্যসহ ২ হাজার ৪শ ৫৯টি অপরধা সংগঠিত হয়েছে। সূত্র মতে, গত জানুয়ারী থেকে সেপ্টেম্বর মাসে জেলা ও মেট্রোপলিটন এলাকার ১৪টি থানা এরিয়ায় সংগঠিত অপরাধ চিত্র তুলে ধরা হলো, গত জানুয়ারী মাসে ৩টি খুন, ১৫টি চুরি ও সিধেল চুরি, ১৮টি নারী নির্যাতন, ৬৯টি মাদকদ্রব্য সংগঠিত হয়েছে। ফেব্রুয়ারী মাসে ২টি খুন, ১৪টি চুরি ও সিধেল চুরি, ২৩টি নারী নির্যাতন, ৫১টি মাদকদ্রব্য সংগঠিত হয়েছে। মার্চ মাসে ৫টি খুন, ১৩টি চুরি ও সিধেল চুরি, ১৫টি নারী নির্যাতন, ৫০টি মাদকদ্রব্য সংগঠিত হয়েছে। এপ্রিল মাসে ৫টি খুন, ৪টি চুরি ও সিধেল চুরি, ২৪টি নারী নির্যাতন, ৬৬টি মাদকদ্রব্য সংগঠিত হয়েছে। মে মাসে ৬টি খুন, ৮টি চুরি ও সিধেল চুরি, ১৮টি নারী নির্যাতন, ৭৪টি মাদকদ্রব্য সংগঠিত হয়েছে। জুন মাসে ৪টি খুন, ৬টি চুরি ও সিধেল চুরি, ২১টি নারী নির্যাতন, ১০৪টি মাদকদ্রব্য সংগঠিত হয়েছে। জুলাই মাসে ৪টি খুন, ১৩টি চুরি ও সিধেল চুরি, ২৭টি নারী নির্যাতন, ৭৭টি মাদকদ্রব্য সংগঠিত হয়েছে। আগস্ট মাসে ৪টি খুন, ১৩টি চুরি ও সিধেল চুরি, ২৭টি নারী নির্যাতন, ৭৭টি মাদকদ্রব্য সংগঠিত হয়েছে। সেপ্টেম্বর মাসে ৪টি খুন, ৬টি চুরি ও সিধেল চুরি, ১৯টি নারী নির্যাতন, ১০১টি মাদকদ্রব্য সংগঠিত হয়েছে। আইন শৃঙ্খলার ব্যাপারে বাংলাদেশের মধ্যে বিএমপি সব সময় সন্মান জনক স্থানে রয়েছে। অপরাধ প্রবনতা বৃদ্ধি মানেই আইন শৃঙ্খলার অবনতি নয়। কেনো কোনো সময় তা সুফল বয়ে আনে। যেমন পুলিশি অভিযানে ব্যাপক গাজা, ইয়াবা কিংবা ফেন্সিডিলসহ একাদিক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক আইনে দায়ের করা হয়েছে মামলা। আর এই মামলার সংখ্যাটি জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পেশ করা হয়। পারিবারিক কলহের কারনে নারী নির্যাতন ও হত্যা কিছুটা বেড়েছে। তবে চুরি ও সিধেল চুরি, কিছু কিছু খুন ঘটে থাকে যা শত্র“তা ছাড়াই ঘটে থাকে। আর এ ধরনের হত্যাকান্ড ও চুরি রোধে বিএমপি পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান। তিনি আরও বলেন, নারী নির্যাতন অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে বিএমপি পুলিশ উইম্যান সাপোর্ট সেন্টার নামে একটি সংগঠন তৈরি করেছে। এর মাধ্যমে নারী নির্যাতন সংক্রান্ত সকল বিষয় সমাধানের চেষ্টা করা হবে। ইতি মধ্যে গত ২০দিনে প্রায় ১৫/২০টি ঘটনার সমাধান করা হয়েছে। এ ব্যাপারে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. গিয়াস উদ্দিন কাবুল বলেন, পারিবারিক ও প্রতিপক্ষকে গায়েল করার জন্য সমাজে অপরাধ প্রবনতা বৃদ্ধি পায়। সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে অপরাধ প্রবনতা কমিয়ে আনা সম্বব।