বরিশালে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেদিতে ফুল দেয়াকে কেন্দ্র‍ করে হাতাহাতির ঘটনায় বরিশালে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। রোববার (১৪ ডিসেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম। বলেন, ‘বিএনপির নেত্রী নাসরিন থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২’শ জনের কথা বলা হয়েছে। যাদের অধিকাংশই ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মী।

এ বিষয়ে আফরোজা খানম নাসরিন জানান, ‘তার ওপর যারা হামলা করেছে, তাদের নাম উল্লেখ করে রোববার রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।

তিনি জানান, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা তার ওপর হামলা করেছে।’