এম এ হান্নান বরিশাল :
বরিশাল-ঝালকাঠী মহাসড়কের কালিজিরা ব্রীজের বরিশাল প্রান্তের ডান পাশে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে স্থানীয় প্রভাবশালীরা। প্রতি মাসে ঐ সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার টাকা আদায় করছে দখলদাররা পাশাপাশি প্রধান সড়কের পাশেই ঐসব প্রতিষ্ঠান রয়েছে চরম ঝুকির মধ্যে। সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রধান সড়ক এবং পার্শ্বেই বাজারের সড়কের মধ্যবর্তী স্থানে গড়ে ওঠেছে ৩০ থেকে ৩৫টি অস্থায়ী দোকান পান-বিড়ি, স্টেশনারী, সেলুন থেকে শুরু করেছে বেশ কয়েকটি ফার্নিচারের দোকান। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে দোকান তৈরী করলেও প্রতি মাসে ভাড়া বাবদ তাদের কাছ থেকে ১ হাজার থেকে ৩ হাজার টাকা আদায় করছে জনৈক সাবেক কাউন্সিলর এবং স্থানীয় আ’লীগ নেতা বিগত ১/১১ সময় ভ্রাম্যমান আদালত ঐ দোকানগুলো উচ্ছেদ করলে ক্ষমতার পালা বদলের পর পূনরায় দখলবাজদের কবলে চলে যায় ঐ স্থানটি। এ ব্যাপারে অভিযুক্ত আ’’লীগ নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগ প্রসঙ্গে সওজনপদের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।