বরিশালে ১৪টি কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় এবার অংশ নিয়েছে ১২ হাজার ৪শ’ আবেদনকারী। করোনাকালে এই প্রথমবারের মত সারা দেশের সাথে একযোগে বরিশালেও এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা গ্রহণের সকল ব্যবস্থা নেওয়া হয়। আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে অনেক পরীক্ষার্থী হলের মধ্যে স্বাস্থ্য বিধি না মেনে পরীক্ষা শুরুর পর মাস্ক ব্যবহার করেননি বলে পরীক্ষা শেষে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা।
পরীক্ষায় কোন ধরনের অসদুপায় অবলম্বন বা অসদুপায় অবলম্বনের দায়ে কোন শিক্ষার্থী বহিস্কার হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসন সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।