পটুয়াখালী প্রতিনিধি : বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
ওই মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধসহ পুলিশের হাতে আটক বাসমালিক ও শ্রমিকদের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
ধর্মঘটে পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে শত শত যাত্রী চরম বিপাকে পড়েছেন।
পটুয়াখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কে অবৈধভাবে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করছে। কয়েকদিন আগে বরিশাল, পটুয়াখালী, বরগুনা বাস মালিক সমিতি অবৈধ যান চলাচল বন্ধের উদ্যোগ নিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে পুলিশ এক বাস মালিকসহ ১৭ জনকে আটক করে। বাস মালিক-শ্রমিকদের মুক্তির দাবিতে গত সোমবার প্রশাসনকে সমিতির পক্ষ থেকে দুই দিনের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। কোনো কোনো যাত্রী বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাচ্ছেন।