পটুয়াখালী প্রতিনিধি : বরিশাল-পটুয়াখালী-বরগুনা আঞ্চলিক মহাসড়কে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাস মালিক সমিতি।
গতকাল শুক্রবার রাতে বরগুনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, মহাসড়কে ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চলাচল বন্ধসহ আটক বাসশ্রমিকদের মুক্তির দাবিতে ১৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয় বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। ধর্মঘটের তৃতীয় দিনের মাথায় শনিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।