বরিশাল বিভাগে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেল ওয়াল্টনের চারটি প্লাজা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল বিভাগে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেল ওয়াল্টনের চারটি প্লাজা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটর কমিশনার কে এম অহিদুর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (মূসক গোয়েন্দা ও নিরীক্ষা) সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, বরিশাল মেট্রো পলিটনের পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, কর অঞ্চল বরিশালের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু।

অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন বরিশাল সদর রোডের ওয়াল্টন প্লাজার ম্যানেজার মো. আব্দুস সেলিম, পটুয়াখালী জেলার সদর রোডের ওয়াল্টন প্লাজার প্রতিনিধি অমিত কুমার সাহা, ভোলার সদরের ওয়াল্টন প্লাজার সিনিয়র সেলস এক্সিকিউটিভ আলী আকবর, পিরোজপুরের হাসপাতাল রোডের ওয়াল্টন প্লাজার ম্যানেজার মাহিবুর হাসান এজাজ।

এই ছয় প্রতিষ্ঠান হচ্ছে- ঝালকাঠীর সাবিহা ক্যামিক্যাল ওয়ার্কস, বরগুনার হক ক্যামিক্যাল ওয়ার্কস, বরগুনার পঞ্চায়েত মোটরস, বরিশালের ইলেক্ট্রিক অ্যান্ড মাল্টি প্রোডাক্টস লিমিটেড, বরিশালের গার্ডেন ইন রোস্তোরা ও পিরোজপুরের রোজ গার্ডেন ইন।