জেলা প্রতিবেদকঃ এ বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী।
রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।
তার স্বাক্ষরিত রিপোর্টে জানা গেছে, এবছর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ হাজার ১৩ হাজার ২৯৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৪৬৭ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৮২৮ জন। পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে ৪৩ হাজার ৩৫ জন ছাত্র আর ৪৬ হাজার ৫৮১ জন ছাত্রী।
বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে।
গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।