এম এ হান্নান বরিশাল :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ ফেরীঘাটে দুই ট্রলারের মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এঘটনায় মোঃ কচির (১৭) নামে একজন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় মুলাদী থেকে ইট ভাঙ্গার মেশিন নিয়ে আব্বাস উদ্দিন মিরগঞ্জ ফেরীঘাটে আসার পথে মুলাদী গামী হুমায়ুনের যাত্রীবোঝাই ট্রলার এর সাথে নদীর মাঝ পথে ধাক্কা লাগলে আব্বাসের ট্রলারে থাকা ইটভাঙ্গা মেশিনের চাপা পরে আব্বাসের ছোট ভাই কচির (১৭) সহ ২ জন গুরতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার সমায় পথিমধ্যে কচির মারা যায় । গুরুতর আহত অবস্থায় কচিরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।খবর পেয়ে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।