এম এ হান্নান বরিশাল :
বরিশাল জেলা অন্তরগত মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়েন রুকুন্দী রুকুন্দী-বাহাদুরপুর-চরের হাট সড়কটি মরণ ফাঁদ হয়ে দাড়িয়েছে ঐ রাস্তা দিয়ে চলাচলকারী স্কুল কলেজ শিক্ষার্থী এবং সাধারন জনগনের মাঝে। সূত্র জানায়, মাত্র কয়েক মাস পূর্বে এল.জি.ই.ডি’র অর্থায়নে এই সড়কটি নির্মিত হলেও সংশিষ্ট কর্তৃপক্ষের নজর দারি না থাকায় এবং ঠিকাদারের দুনীর্তির কারনে অল্প দিনেই দাস পরে এই সড়কটি। স্থানীয় কৃষক সালাম মৃধা বলেন, খালের পাসে কোন ধরনের বাধ ছাড়াই এই সড়কটি নির্মান করার ফলে সামান্য বৃষ্টিতেই সড়কের মাটি নরম হয়ে রাস্তাটি ভেঙ্গে পরে। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে বার বার বিষয়টি অবগত করলেও তারা আমাদের কথায় কোন কর্ণপাত করছেনা ফলে আমাদের কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে ভুক্তভোগী এলাকাবাসী। অতি দ্রুত রাস্তাটি সঠিকভাবে নির্মান করে জনদুর্ভোগ কমানোর জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করছেন।