যোবায়ের হোসাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল – ৪ আসনের “সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য এবং বরিশাল জেলা আমির” অধ্যাপক আব্দুল জব্বার আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে হিজলা থানাধীন মেমানিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বাজার, খেয়াঘাট, জনসমাগম স্থান ও পাড়া-মহল্লায় তার গণসংযোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে ।
তিনি সকাল ৯টায় মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের বাংলা বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।
গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এলাকার সাধারণ মানুষ জননেতা আব্দুল জব্বারকে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।
তারা এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, নদী ভাঙ্গা রোধে সরকারী বাজেট বরাদ্দ – সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
তিনি জনসাধারণের দাবির সাথে একাত্মবোধ ঘোষনা করেন এবং আগামীতে ইউনিয়নের উন্নয়নে আরো বেশি মনোনিবেশ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
নদী মাতৃক ইউনিয়নের জেলেদের সাথে তিনি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন ও তা সমাধানে দ্রুত কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
জনসংযোগ আরো উপস্থিত আছেন।
হিজলা থানা জামায়াতের সাধারন সম্পাদক সৈয়দ গোলজার আলম, সাবেক চেয়ারম্যান শাহানশাহ চৌধুরী সামু।
শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি খলিলুর রহমান, যুব বিভাগ এর সভাপতি ইয়াসিন হেলাল।
মেমানিয়া ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন-সহ জামায়াতের নেতৃবৃন্দ।


