বরুণকে কৃতীর ধাক্কা

অরুণাচল প্রদেশে ‘ভেড়িয়া’ ছবির শ্যুটিং করছেন কৃতী এবং বরুণ। তারই মাঝে হঠাৎ-ই বরুণকে ধাক্কা দিলেন কৃতী। পিছনে থাকা ছোট নদীতে প্রায় পড়ে যাচ্ছিলেন বরুণ। কিন্তু কৃতীই আবার ঠিক সময় বরুণের হাত ধরে বাঁচিয়ে নিলেন তাকে।

তবে কি এটা কোনও ছবিরই দৃশ্য, নাকি কোনও বিতণ্ডায় জড়িয়েছেন নায়ক-নায়িকা?

দুইয়ের মধ্যে কোনওটিই নয়। কোনও বিতণ্ডা হয়নি কৃতী-বরুণের। নেহাতি মজার ছলে বরুণকে ধাক্কা মেরেছিলেন কৃতী। তার এই কাণ্ডে যদিও যথেষ্টই ভয় পেয়েছিলেন বরুণ।

https://www.instagram.com/p/CNFmPGshWXD/?utm_source=ig_web_copy_link

 

‘ভেড়িয়া’ ছবির শ্যুটিং গিয়েই মজার ছলে বরুণকে ধাক্কা মারেন কৃতী। কাজের ফাঁকে দু’জনের খুনসুটির এই মুহূর্ত ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।

‘ভেড়িয়া’ ‘হরর-কমেডি’ ঘরানার একটি ছবি। ৬ বছর পর ফের এই ছবিতেই একসঙ্গে আসছেন কৃতী এবং বরুণ। ২০১৫ সালে রোহিত শেট্টি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।