
সচিবালয় প্রতিবেদক : রংপুরকে বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ আইনে ২৫টি ধারা রয়েছে। বরেন্দ্র বহুমুখী আইন উন্নয়ন কর্তৃপক্ষ একটি আইনি কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। কর্তৃপক্ষ ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানিসম্পদ উন্নয়ন ও ব্যবহার, কৃষি যান্ত্রিকীকরণ, বীজ উৎপাদন ও সরবরাহ, শস্যের বহুমুখীকরণ, পরিবেশ ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপন ও সংরক্ষণ করবে।’