‘বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চলতি মাসেই নিয়ন্ত্রণে আসবে’

বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চলতি মাসেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
ডেঙ্গু নিয়ে আশার কথা শোনালেন মন্ত্রী

রোববার (১২ সেপ্টেম্বর) ডেঙ্গুর প্রকোপ রোধে সচিবালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দিন আহমদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার মন্ত্রী সচিবালয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সেখানে ড্রেন পরিষ্কার রাখা, ভবনের ছাদেসহ যত্রতত্র পরিত্যক্ত জিনিষপত্র না রাখা, এসি’র পানি নিয়মিত পরিষ্কার করাসহ পুরো সচিবালয় এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। বিভিন্ন ভবনে ঝুলে থাকা তার সরিয়ে ফেলারও নির্দেশনা দেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এ মাসেই প্রকোপ নিয়ন্ত্রণে আসবে। এডিস মশার কীটনাশক আমদানিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়ার কথা জানিয়ে বলেন, আমদানি শুল্ক কমাতে এনবিআর’কে পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হবে।

ডেঙ্গুর প্রকোপ কমাতে রাজধানীর সর্বত্র পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।