বর্তমানে ফেসবুক জীবনের অংশ হয়ে গেছে

কাগজ অনলাইন ডেস্ক: 

বর্তমানে ফেসবুক জীবনের অংশ হয়ে গেছে। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ফেসবুকের সঙ্গেই চলে বসবাস।

আমেরিকার নিরাপত্তা বাহিনীর প্রতিবেদন অনুসারে, এ বছর হ্যাকড অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ শতাংশ৷ অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে যেগুলোতে সুনির্দিষ্ট ও সঠিক তথ্যের অভাব রয়েছে। আবার কিছু কিছু অ্যাকাউন্টের সক্রিয়তাও সন্দেহজনক। এসব অ্যাকাউন্ট বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী।

২০১৬ সালে হ্যাকড অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৫৯ হাজার ২৯৯, আগের বছর সেই সংখ্যা ছিল ৪৬ হাজার ৭১০টি৷ প্যারিস অ্যাটাকের পর মার্কিন নিরাপত্তা বাহিনী ফেসবুক অ্যাকাউন্টের ওপর জোর নজরদারি শুরু করেছে। ফেসবুক কর্তৃপক্ষের কাছে এসব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও চেয়েছেন তারা।