অর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বর্তমানে ১১ লাখ মানুষ কর দিচ্ছেন। আশা করছি, চলতি অর্থবছর শেষে তা ১৮ লাখ ছাড়িয়ে ২০ লাখ হবে। করদাতার সংখ্যা ২৫ লাখের কাছাকাছিও হতে পারে।’
বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে জাতীয় আয়কর সপ্তাহ উপলক্ষে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘একসময় কর দিতে মানুষ ভয় পেত। তবে যে হারে করদাতা বাড়ছে তাতে মনে হচ্ছে, মানুষের মধ্যে সে ভয় আর নেই। এখন করদাতাবান্ধব কালচার তৈরি হয়েছে। একই সঙ্গে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের আরো করবান্ধব হওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। এখন করদাতাকে প্রতিবছর ওই সময়ের মধ্যে কর দিতে হবে। তবে কেউ চাইলে সময় বৃদ্ধি করতে পারবেন। আজ আয়কর সপ্তাহ করা হচ্ছে যাতে মানুষ ৩০ নভেম্বরের মধ্যে আয়কর দেয়। দেশসেবা করতে মানুষ কর দেবে, এটাই আমার প্রত্যাশা।’
আগামী বাজেট হবে ৫ লাখ কোটি টাকার, এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে ভালো প্রবৃদ্ধি হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘এ উদ্যোগ করদাতাদের মধ্যে কর পরিশোধ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে। এর ফলে করদাতারা স্বচ্ছতার সাথে সর্বোচ্চ কর দিতে আগ্রহী হবেন। এটি সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।’
শিল্প মন্ত্রী আরো বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জনে অধিক সফল হয়েছি। আশা করছি, ২০১৮ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
সভাপতির বক্তব্যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘রাজস্ব বোর্ড করদাতাদের উন্নততর করসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য প্রথমবারের মতো আয়কর সপ্তাহ পালন ও ট্যাক্স কার্ডের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। করদাতাদের সাথে সম্পর্ক আরো দৃঢ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সৎ করদাতাদের প্রণোদনা দিতে ট্যাক্স কার্ড সংখ্যা বৃদ্ধি ও কার্ড প্রদানের ক্ষেত্রে বৈচিত্র্য আনা হয়েছে। ভবিষ্যতে আরো বৈচিত্র্য আনা হবে।’
কর প্রদানে সব শ্রেণি-পেশার মানুষকে উৎসাহিত করতে চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে সেরা করাদাতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনসহ ১৪১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে।
ফার্ম ক্যাটাগরিতে ওয়ালটন গ্রুপের ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন ও ওয়ালটন প্লাজাকে ট্যাক্স কার্ডের জন্য নির্বাচন করেছে অর্থ মন্ত্রণালয়।
সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে এই ট্যাক্স কার্ড। এবারে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য পর্যায়ে আটজন করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হয়।
এবার প্রথমবারের মতো এত বেশি সংখ্যক করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে। চলতি মাসে জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা সংশোধন করে ট্যাক্স কার্ডের সংখ্যা ২০টি থেকে বাড়িয়ে ১৪১টি করা হয়েছে।