
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, বর্তমান টেররিস্ট ইনসিডেন্স একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। জঙ্গিবাদ বর্তমানে এক নম্বর বৈশ্বিক সমস্যা।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগে দুই দিনব্যাপী ‘ইনভেস্টিগেটিং টেরোরিষ্ট ইনসিডেন্টস’ কোর্সের ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, পেশাগত মান বৃদ্ধির মূলমন্ত্র উন্নত প্রশিক্ষণ। আশা করি এ কোর্সের মাধ্যমে আপনাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জঙ্গিবাদ সমস্যা নির্মূল করতে সহায়তা হবে।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে ডিএমপির প্রতিটি ক্রাইম বিভাগে এ কোর্স চালু করে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার (সিটি) মো. মনিরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (সিটি) মো. আমিনুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল বাতেনসহ ডিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।