
মোঃ মুজিবুর রহমানঃ আমাকে ক্ষমা করবেন। আমি কোনো কবি, সাহিত্যিক, লেখক, কলামিস্ট ও সাংবাদিক নই। আমার মরুহুম বাবা বীর মুক্তিযোদ্ধা। আমাকে বলতেন জ্ঞান অর্জন করো ও জ্ঞানের বিস্তার ঘটাও। সমাজে যা কিছু ভাল দেখবে তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে প্রচার করবে। বড় হয়ে যা জানতে পারলাম বা দেখতে পারলাম তা একটু কবির ভাষায় বলি, বেয়াদবি ক্ষমা করবেন “দেখেছি মানুষ, “দেখেছি তার প্রাণ, হিংসা ঘৃণায় ভরা ভালবাসার হয়েছে অবসান”। আমার বসবাস রাজধানী ঢাকার উত্তরায়, ২০০১ সালে উত্তরায় আসি। একটি স্কুলে ভাগ্যের জোরে শিক্ষকতা করার সুযোগ লাভ করি। সবাই আমাকে মাস্টার বলে ডাকে। সমাজের সু-শিক্ষিত ব্যক্তিরা স্যার কেমন আছেন বলে সম্মোধন করে।
এরই ধারাবাহিকতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে পরিচয় ঘটে, নাম প্রকাশ করবো না। আমি শুনেছি ও জেনেছি আমার পরিচিত নয় এক ব্যক্তি পরিচয় করিয়ে দিলেন উনি খুব ভাল ও বড় মাপের সাংবাদিক। হঠাৎ আমাদের উভয়ের মাঝখানে যাকে ভাল ও বড় সাংবাদিক বলে আখ্যায়িত করা হয়েছে তার অর্ধেক বয়সী এক ব্যক্তি এসে হাজির। ঐ ব্যক্তি তাকে বললেন, কিরে কেমন আছোত ? যাকে ভাল ও বড় বলা হলো তিনি বললেন, গুরু ভাল আছি। আমি হঠাৎ চমকে গেলাম, আমার প্রশ্ন ছিল ঐ ব্যক্তির কাছে, যিনি আমাকে বললেন ঐ ব্যক্তি ভাল ও বড় সাংবাদিক উনি সালাম দিয়ে গুরু বলে কেন চলে গেলেন তাহলে আসল গুরু কে ? এই প্রশ্নের খোজে আমি গুরু শিষ্যের মিলন মেলায় খুঁজে ফিরি আসল রহস্য উদঘাটনে দীর্ঘ দুই বছর। দুই বছরে সাংবাদিক ভাইদের মারুফত, হাকিকত ও তরিকত সম্পর্কে কিছু জ্ঞান ধারণা সংগ্রহ করতে পেরেছি। সংবাদপত্র ও পত্রিকাকে হেয় প্রতিপন্ন করার জন্যে নয়, সংবাদ পত্র ও সাংবাদিকদেরকে ভালবেসে নামকরণ করে তুলে ধরছি সাপ্তাহিক ভালবাসা, পাক্ষিক রঙ্গলীলা, মাসিক মধুকুঞ্জ ত্রৈমাসিক প্রেম লীলা, ষান্মাসিক টাপুর টুপুর, বার্ষিক আমাকে খুঁজে পাবেন কিন্তু দৈনিক পত্রিকা কেউ পড়ে না। একদিন এক চায়ের দোকানে বসে চা খাচ্ছি আমার দুই পাশে দুই সাংবাদিক আমি মাঝখানে এক জন আরেক জনকে বলে, হারিয়ে গেছে থানার ওসির নাম্বারটা দেও, নাম্বার দেওয়ার সাথে সাথে ঐ সাংবাদিক ওসিকে ফোন দেন আমি সাম্বাদিক চিপা রিপোটার কুদরতে এলাহি বলছি, আরো যা কথা হয়েছে আমার ভাবতে অবাক লাগে কোন্ বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করে এসেছে। এদের আলাপ চারিতায় বুঝা গেল যে, এই সাম্বাদিকরা অনেক সাম্বাদিক প্রেস্ ক্লাবের সদস্য ও নেতা। রাজধানী উত্তরা এলাকায় আমার জানামতে দশটার উপরে সাম্বাদিক ক্লাব রয়েছে। এই দুই জন সাম্বাদিক বসে বলে, আমরা ও একটি ক্লাব করবো যার নাম হবে সাম্বাদিকদের উন্নয়নে আমরা (সাউ-আ)। বলছি আমি মাস্টার মোঃ মজিবুর রহমান সাংবাদিকতায় যারা পেশাগত দায়িত্বে নিয়োজিত আছেন আমি জানি তারা জাতির বিবেক, তাদেরকে আমি স্যালুট ও সালাম করি। আর যে সকল সাংবাদিক ভায়েরা নিজ পেশাকে উচ্চারণে ভুল করে সাম্বাদিক বলেন তাদেরকে ঘৃণা ও ধিক্কার জানায়। আপনাদের লেখনীতে বাজবে দেশ, উন্নত হবে জাতি, বাস্তবায়িত হবে বাংলার মহানায়ক জাতির পিতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, উন্নয়নে মুখরিত হবে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগামীর পথে ডিজিটাল বাংলাদেশ। আমার শেষ কথা, “আরতির খেলা তজবির মালা জপিলে লাগিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর সবকিছু বাজে।” সত্য জানেন, সত্য জানাবেন, এগিয়ে জাবেন মানবের কল্যাণে।