ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলায় প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া উদ্ধার কাজ দ্রুত শেষ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলায় প্রবল বর্ষণে পাহাড় ধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলায় প্রবল বর্ষণে পাহাড় ধসে ৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। দুর্গম অঞ্চল হওয়ায় মানুষ মাটিচাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।


