
২২ ডিসেম্বর ২০১৬ : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম কোন বাংলাদেশী খেলোয়াড় হিসেবে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি। ২০১৫-১৬ মৌসুমে দুর্দান্ত পারফরমার হিসেবে এই পুরস্কার জিতলেন ফিজ।
২০১৫ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুস্তাফিজের। এরপর থেকেই পারফরমেন্সে ভেল্কি দেখাচ্ছেন বাঁ-হাতি এই পেসার। তার পবালিং-এর সামনে যেন মুখ থুবড়ে পড়েছেন বিশ্বের বাঘা-বাঘা সব ব্যাটসম্যান।
টুয়েন্টি টুয়েন্টি দিয়ে অভিষেক ঘটানো মুস্তাফিজ, ওয়ানডেতে ছিলেন অনেক ভয়ংকর। সেই প্রমাণ মিলে তার পারফরমেন্সের পরিসংখ্যানে। নিজ মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন তরুণ এ পেসার। তিন দলের প্রত্যেকের বিপক্ষেই তিন ম্যাচ করে ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ১৩, দক্ষিণ আফ্রিকার ৫ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেট শিকার করেন মুস্তাফিজ।
ফিজের দুর্দান্ত নৈপুণ্যেই ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ। নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে ৫০ রানে ৫, দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে ৬ উইকেট নিয়ে পরপর দু’বার ম্যাচ সেরা হন মুস্তাফিজ। তৃতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হতে না পারলেও, সিরিজ সেরার পুরস্কার পান তিনি।
ক্যারিয়ারে এ পর্যন্ত ১৩ টি-২০ ম্যাচে ২২ উইকেটও শিকার করেছেন মুস্তাফিজ। তবে টেস্টে খুব বেশি সাফল্য এখনো পাননি তিনি। অবশ্য এ পর্যন্ত মাত্র ২ টেস্টের ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা ৪। তাই ২০১৫-১৬ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স বিশ্বের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হলেন ফিজ।
প্রথম বাংলাদেশি হিসেবে এত বড় অর্জনে নিজেকে গর্বিত মনে করা কাটার মাস্টার মুস্তাফিজ বলেন, ‘প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেয়ে আমি গর্বিত ও আনন্দিত। আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা তরুণ ক্রিকেটারদের কাছে বড় স্বপ্ন। এমন স্বপ্ন আমারও পূরণ হয়েছে। আমাকে যাঁরা সহায়তা-উৎসাহ দিয়েছেন তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই পুরস্কার আমাকে সামনে আরও ভালো করতে সাহস জোগাবে।’
আর নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ২১ বছর বয়সী মুস্তাফিজ লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাকে সমর্থনের জন্য আইসিসি ও সবাইকে ধন্যবাদ।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আগে এমন খুশীর খবর মুস্তাফিজের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়ার মতই ব্যাপার। এতে আরও ভয়ংকর হয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রতিপক্ষকে ধরাশায়ী করে বাংলাদেশকে আরও সাফল্য এনে দিবেন ফিজ, এমটাই প্রত্যাশা দেশের ক্রিকেটপ্রেমীদের।