বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ও নবম ক্রিকেটার হিসেবে আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক। এর আগে এবি ডি ভিলিয়ার্স প্রথম ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতেছিলেন। তবে ডি ভিলিয়ার্স এ পুরস্কার পেয়েছেন তিন বছর। ২০১০, ২০১৪ ও ২০১৫ সালে ভিলিয়ার্স সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন।

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিবেচনায় ডি কক সেরার মুকুট পেলেন। এ সময়ে কুকের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১৬ ওয়ানডেতে ৭৯৩ রান করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। চার সেঞ্চুরির পাশাপাশি তার নামের পাশে আছে একটি হাফসেঞ্চুরির ইনিংস। স্ট্রাইক রেট ৯৮। উইকেটের পেছনেও কক দূর্দান্ত। ১৫ ডিসমিসাল আছে তার নামের পাশে।

২৪ বছর বয়সি দক্ষিণ আফ্রিকার এ ক্রিকেটার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর বলেন,‘আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়ার খবরে সত্যিই আমি আনন্দিত। অনেক ক্রিকেটারের থেকে সেরা নির্বাচিত হওয়া সত্যিই ভিন্ন অনুভূতি তৈরী করছে। এ পুরস্কার আমাকে ভালো করতে উৎসাহিত করবে। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে একই গ্রুপে থাকতে পারা আমার জীবনের বিশেষ মুহুর্ত। দীর্ঘদিন এ দিনটির অপেক্ষায় ছিলাম। আমাকে নির্বাচিত করায় আইসিসিকে ধন্যবাদ জানাচ্ছি। দলের সতীর্থ ও সহযোগী স্টাফদের তাদের সাহায্য ও সহযোগীতার জন্য আমি কৃতজ্ঞ।’