বিনোদন : বলিউডের অনেক অভিনেত্রী টপলেস হয়ে ফ্রেমবন্দি হয়েছেন। কখনো সিনেমার জন্য আবার কখনো ফটোশুটের জন্য টপলেস হয়েছেন তারা।
বৃটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকসন। তিনি বলিউডেও পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সক্রিয়। সম্প্রতি অ্যামি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের টপলেস একটি ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন।
প্রকাশিত ছবিতে দেখা যায়- বিছানার ওপর শুয়ে আছেন অ্যামি। যেখানে অনাবৃত পিঠে দেখা যাচ্ছে অ্যামিকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুখ’।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল সুরজ পাঞ্চোলির সঙ্গে ডেট করছেন অ্যামি। কিন্তু এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সুরজ নিজেই।
এদিকে ফ্রিকি আলি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অ্যামি। এ সিনেমায় নওয়াজ়উদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।
এরপর একটি তামিল সিনেমায় দেখা যাবে অ্যামিকে। সম্প্রতি আবার খবর রটেছে দাবাং-৩ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যেতে পারে তাকে।