বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আয়েশা তাকিয়া। পরিবারের সদস্যরা তাকে ‘আয়েশ’ নামেই ডাকেন। তিনি শুধু বলিউডে জনপ্রিয় নয়, ভারতের দক্ষিণী সিনেমাতেও রয়েছে তার পদাচারণা।
কিশোর বয়সে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ আঙ্গনে পা রাখেন আয়েশা। তারপর পুরোদস্তুর অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।
বলিউডের জনপ্রিয় অনেক চিত্রনায়কের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন আয়েশা। তবে অভিনয় ক্যারিয়ারে তার সিনেমা বক্স অফিসে খুব একটা সফল হতে পারেনি। কিন্তু অভিনয় শৈলীতে দর্শক হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী।
সর্বশেষ সালমান খানের সঙ্গে ওয়ান্টেড সিনেমায় অভিনয় করে বক্স অফিস কাঁপিয়েছিলেন তিনি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
Ayesha_takiya
মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আয়েশা তাকিয়া
Ayesha_takiya
১৫ বছর বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন আয়েশা তাকিয়া
Ayesha_takiya
মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যায় আয়েশাকে। শুধু তাই নয় শেক ইট ড্যাডি শিরোনামের মিউজিক ভিডিওতে অভিনয় করে বলিউডের নজরে আসেন এই অভিনেত্রী
Ayesha_takiya
২০০৪ সালে টারজান : দ্য ওয়ান্ডার কার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আয়েশা
Ayesha_takiya
টারজান : দ্য ওয়ান্ডার কার সিনেমায় অভিনয় নৈপুণ্যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী
Ayesha_takiya
বলিউডের অনেক সিনেমায় অভিনয় করেছেন আয়েশা। পাশাপাশি চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী
Ayesha_takiya
২০০৫ সালে সুপার সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার চলচ্চিত্রে অভিষেক ঘটে আয়েশার
Ayesha_takiya
সোশ্যাল মিডিয়া টুইটারে খুবই সক্রিয় এই অভিনেত্রী
Ayesha_takiya
২০০৯ সালে প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা তাকিয়া