বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজল। বিশ্বজুড়ে তাদের অসংখ্য ভক্ত রয়েছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে দেখা করার কথা ছিল অজয়-কাজলের। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করেন এ জুটি।
এদিকে শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করায় ভীষণ ক্ষুব্ধ হন ভক্তরা। তারা গালিগালাজ করে এবং আয়োজকদের মারধর করেন।
জানা গেছে, অনুষ্ঠানে কাজল এবং অজয়ের ভক্তদের সঙ্গে দেখা করার কথা ছিল এবং সেজন্য ভক্তরা অনেক টাকাও খরচ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত এক অতিথি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘অনুষ্ঠানে কাজল এবং অজয়ের ভক্তদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল কিন্তু পরবর্তীতে বাতিল করা হয়। এ নিয়ে কাজলের কোনো উদ্বেগ নেই। অজয় শেষ মুহূর্তে এক মিনিটের জন্য এসেছিলেন কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না, কাজল অসুস্থ এই তথ্য জানানোর জন্যই তিনি এসেছিলেন।’
এদিকে ভক্তরা তাদের অর্থ ফেরত চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্থ ফেরত দেওয়া ছাড়া এখন আয়োজকদের অন্য কোনো উপায় নেই। কিছু ভক্ত আয়োজকদের গায়ে হাতও তুলেছেন, যদিও তাদের কোনো অপরাধ নেই। সবাই খুবই আশাহত হয়েছেন কারণ গুগল এবং ফেসবুকের অফিসে যাওয়ার জন্য কাজল সময় পাচ্ছেন অথচ আমাদের সঙ্গে দেখা করার সময় তিনি অসুস্থ হয়ে পড়ছেন।’