বলিউডের কিংবদন্তি অভিনেতা ও ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র (ধর্মেন্দ্র সিং দেওল) আর নেই। ৯০তম জন্মদিনের কয়েক দিন আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আজ (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের নিজ বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য অভিনেতা।
শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার কারণে চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে।
তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বলিউডের সহশিল্পী, ভক্ত এবং চলচ্চিত্র অঙ্গনের মানুষজন কিংবদন্তির প্রয়াণে শোকাহত। ইতোমধ্যে তার বাড়িতে ছুটে গেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খানসহ অসংখ্য তারকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তায় লিখেছেন, “এন্ড অব অ্যান এরা।”
ছয় দশকের ক্যারিয়ারের মহাতারকা
১৯৬০ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ধর্মেন্দ্রর। অল্প সময়েই তিনি বলিউডে শীর্ষস্থানীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন। রোমান্টিক থেকে অ্যাকশন—সব ধরনের চরিত্রে তার সমান দক্ষতা তাকে ভক্তদের কাছে বিশেষ করে তোলে।
দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘শোলে’র ‘বীরু’ চরিত্র ছাড়াও ‘ফুল অউর পাথর’, ‘সীতা অউর গীতা’, ‘চুপকে চুপকে’, ‘প্রতিজ্ঞা’—তার ক্যারিয়ারের অনন্য মাইলফলক।
স্বাভাবিক অভিনয়, সাবলীল সংলাপ আর পর্দাজুড়ে শক্তিশালী উপস্থিতির কারণে তিনি পেয়েছেন অগণিত দর্শকের ভালোবাসা।
সম্মাননা
১৯৯৭ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন ধর্মেন্দ্র। ২০১২ সালে ভারত সরকার তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ প্রদান করে।
শেষ কাজ
সর্বশেষ তাকে দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে। এছাড়া করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতেও প্রশংসিত হয় তার অভিনয়। মুক্তির অপেক্ষায় থাকা ‘ইক্কিস’ ছবিতে অগস্ত নন্দার দাদার চরিত্রে দেখা যাবে তাকে—এটাই হবে তার শেষ সিনেমা।
পরিবার
ধর্মেন্দ্রর পরিবারে রয়েছেন স্ত্রী ও বরেণ্য অভিনেত্রী হেমা মালিনী, প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দুই ছেলে সানি দেওল ও ববি দেওল এবং দুই মেয়ে এশা দেওল ও অহনা দেওল।
অমূল্য অবদান
ভারতীয় সিনেমার ইতিহাসে ধর্মেন্দ্রর অবদান অনন্য। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন—তার কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।


