বলিউডে নাতি

বিনোদন ডেস্ক : বলিউডে কাপুর পরিবার ও তাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক গুণী অভিনয়শিল্পী রয়েছে। এবার এ তালিকায় নাম লেখাতে যাচ্ছেন আদর জেইন। তিনি রাজ কাপুরের মেয়ে রিমা জেইনের দ্বিতীয় পুত্র। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আদর জেইন সিনেমার জন্য নিজেকে তৈরি করছেন। এ জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। প্রশিক্ষণ শেষে যশরাজ ফিল্মের ব্যানারে তার বলিউড ক্যারিয়ার শুরু করবেন।

তার অভিষেক চলচ্চিত্রটি পরিচালনা করবেন হাবিব ফাইজল। যশরাজ ফিল্মের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা নাম ঠিক না হওয়া এই সিনেমার নায়ক হিসেবে আদরকে নির্বাচন করেছেন। রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। আদরের বিপরীতে কে অভিনয় করবেন যশরাজ ফিল্মস এখন তার অনুসন্ধান করছে বলেও জানা গেছে।

আদর এর আগে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় করণ জোহরের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। আদরের বড় ভাই আরমান জেইন ‘লেকর হাম দিওয়ানা দিল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন।