বলিউডে ফের করোনার থাবা

করোনায় আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। এ তথ্য নিশ্চিত করেছে অভিনেত্রী নিজেই।

সম্প্রতি হিনা তার বাবাকে হারিয়েছেন আর এই সময় তার করোনা আক্রান্ত হওয়া সব মিলিয়ে একেবারে ভেঙ্গে পড়েছেন তিনি এবং তার পরিবার।

সোশ্যাল মিডিয়ায় হিনা লিখেছেন, ‘এক ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি এবং আমার পুরো পরিবার। তার মধ্যে আমি করোনা আক্রান্ত হয়েছি। ডাক্তারদের পরামর্শ মেনে যা যা সতর্কতাবিধি পালন করার সেগুলি করছি এবং নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি’।

হিনা একটি মিউজিক ভিডিও শুট করার জন্যে কাশ্মীর পাড়ি দিয়েছিলেন। তাই তিনি অনুরোধ করেছেন বিগত কিছুদিনে যারা তার সংস্পর্শে ছিল তারা যেন প্রত্যেকেই নিজেদের কোভিড টেস্ট করিয়ে নেন। তার অনুগতদের কাছ থকে ভালোবাসা এবং প্রার্থনা কামনা করেছেন এই অভিনেত্রী।