
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ১০ মাস। এখনও অভিনেতার মৃত্যুর সুবিচারের অপেক্ষায় তার পরিবার ও অনুরাগীরা। সুশান্ত মামলা তদন্ত নিয়ে মুখে কার্যত কুলুপ এঁটেছে সিবিআই, অন্যদিকে এই মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী সুশান্ত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর গত অক্টোবর মাসেই জামিনে মুক্তি পান। এরপর থেকে স্বাভাবিক জীবনে ফেরবার প্রয়াস চালাচ্ছেন রিয়া।
গত মাসে আন্তর্জাতিক নারী দিবসের দিন সোশ্যাল মিডিয়াতে ক্যামব্যাক করেছিলেন রিয়া। শুক্রবার বলিউড অভিনেতা শাকিব সালিমের সঙ্গে লেন্সবন্দি হন রিয়া। আলিবাগ থেকে ফিরছিলেন দুজনে। রিয়া-শাকিবের বন্ধুত্ব বহু পুরোনো। অভিনেত্রর প্রথম ছবি ‘মেরে ড্যাড কি মারুতি’-র নায়ক ছিলেন শাকিব।
গত ৮ এপ্রিল শাকিবের জন্মদিন। জানা গেছে সেই উপলক্ষ্যেই নাকি শহর ছেড়ে আলিবাগে পৌঁছেছিলেন তারা। সঙ্গে ছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও। যদিও সেই সেলিব্রেশনের কোনও ছবি সোশ্যাল করা হয়নি।
রিয়ার ছবি দেখে ক্ষোভ উগরে দেন অধিকাংশ নেটিজেন। বেশিরভাগই শাকিব সলিমকে রিয়ার থেকে দূরে থাকবার পরামর্শ দিতে থাকেন। যদিও কেউ কেউ আবার কঠিন পরিস্থিতিতেও রিয়ার লড়াকু মানসিকতার প্রশংসাও করেন।