বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। রূপের জাদু আর অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয় গুণে পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসহ নানা সম্মাননাও।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। অভিনয়শৈলী দিয়ে যেমন তিনি বারবার আলোচনায় এসেছেন তেমনি ব্যক্তি জীবনের কারণেও সংবাদের শিরোনাম হয়েছেন বহুবার।
বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন আনুশকা। এ সব সিনেমা শুধু ব্যবসায়ীকভাবে সফলই হয়নি বরং কালের সঙ্গে নিজেকে সেঁটেও দিয়েছেন তিনি।
আনুশকা অভিনীত সর্বশেষ সিনেমা সুলতান। সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। এদিকে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার আরেক আলোচিত সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। বর্তমান সময়ে বলিউডের আলোচিত এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।