বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া জানিয়েছেন- সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ এবং নেতিবাচক সমালোচনা গায়ে মাখেন না তিনি।
কিছুদিন আগে এক বন্ধুর জন্মদিনে একটি ভিডিও শেয়ার করেছিলেন পরিণীতি। এরপর শারীরিক গড়ন নিয়ে প্রশ্ন তুলে তাকে কম খেয়ে চিকন হতে বলেছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ইশকজাদে খ্যাত এ তারকাকে নিয়ে শুরু হয় নানা বিদ্রূপ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিদ্রূপ তার ওপর কোনো প্রভাব ফেলে কি না, এমন প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘না, একদমই না। আপনারা যেসব দেখেছেন তা আমার ওপর কোনো প্রভাব ফেলে না। এগুলো সেই সব মানুষ করে যাদের আমি চিনি না। সুতরাং তাদের কথা আমার ওপর কোনো প্রভাব ফেলে না। আমি এগুলো নিয়ে চিন্তাও করি না।’
গত দুই বছর রুপালি পর্দায় দেখা যায়নি কিল দিল সিনেমা খ্যাত এ অভিনেত্রীকে। তার পরবর্তী সিনেমা মেরি পেয়ারি বিন্দু। সিনেমাটি পরিচালনা করছেন অক্ষয় রায়। এতে পরিণীতির বিপরীতে দেখা যাবে আয়ুষ্মান খোরানাকে।