বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী রাই। অভিনয়ের পাশাপাশি শরীরি জাদুতেও মাতিয়েছেন দক্ষিণের দর্শক। এবার আরো আবেদনময়ীরূপে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে এই অভিনেত্রীর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৪ সালে বলিউডে জুলি সিনেমাটি মুক্তি পায়। এবার নির্মিত হচ্ছে এ সিনেমার সিক্যুয়েল জুলি-টু। এতে নেহা ধুপিয়ার পরিবর্তে অভিনয় করছেন লক্ষ্মী রাই। আর এ জন্য নিজেকে তৈরি করতে ১০ কেজি ওজন কমিয়েছেন বলেও জানানো হয়েছে এই প্রতিবেদনে।
এ প্রসঙ্গে লক্ষ্মী বলেন, ‘জুলি-টু সিনেমার জন্য ১০ কেজি ওজন ঝরিয়েছি। ওজন ঝরাতে গিয়ে অসুস্থও হয়ে পড়েছিলাম। এ জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিন্তু সবই কাজের জন্য করছি। বলিউড চায় স্কিনি হিরোইন বা জিরো সাইজ। আর দক্ষিণ ভারত কিছুটা কার্ভি চেহারা পছন্দ করে। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির চাহিদাও তো দেখতে হবে।’
তিনি আরো বলেন, ‘জুলি-টু সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করতে কোনো রকম অসুবিধা হয়নি। জুলি সিনেমায় নেহা কতটা উচ্চতর চিহৃ এঁকে গেছেন তা নিয়ে আমি ভাবি না। এমনকি এ সিনেমাটি আমি দেখিওনি।’
থ্রিলার, ইরোটিক গল্প নিয়ে জুলি-টু সিনেমাটি নির্মাণ করছেন দীপক শিবদাসানি। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন লক্ষ্মী। ২০১৫ সালে এ সিনেমার কাজ শুরু করেন নির্মাতা। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়। চলতি বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারতের তামিল, তেলেগু, মালায়লাম ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন লক্ষ্মী। ইতোমধ্যে দক্ষিণের দর্শক মাতিয়েছেন তিনি। তাই এবার বলিউড প্রতিযোগিতায় পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।