
বিনোদন ডেস্ক : ‘বলিউড কিং’খ্যাত অভিনেতা শাহরুখ খান। আগামী ২ নভেম্বর এ অভিনেতার ৫২তম জন্মদিন। প্রিয় অভিনেতার জন্মদিন নিয়ে শাহরুখ ভক্তদের উৎসাহের শেষ নেই। তবে বিশেষ এই দিনটি ঘিরে এ অভিনেতার পরিকল্পনা কী তা নিয়েও থাকে ভক্তদের কৌতূহল।
গতকাল সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষী সিনহা ও অক্ষয় খান্না অভিনীত ইত্তেফাক সিনেমার সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন শাহরুখ। এ সময় জন্মদিন ঘিরে তার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাওয়া হয়।
এ প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘আমার জন্মদিনে সিনেমাটির (ইত্তেফাক) কলাকুশলীদের সঙ্গে এটি দেখব এবং মিডিয়ার সামনে উপস্থিত হব। এখন পর্যন্ত এটিই আমার পরিকল্পনা।’
করন জোহরের সঙ্গে ইত্তেফাক সিনেমাটির প্রযোজনায় রয়েছেন তিনি। এ নির্মাতার সঙ্গে আবার সিনেমা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বেশ কয়েকটি কল্পনা ও আইডিয়া নিয়ে আলোচনা করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু স্থির করতে পারিনি।’
এদিকে জন্মদিনে শাহরুখের বাসভবন মান্নাত’র সামনে হাজির হন অগণিত ভক্ত। আর বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান শাহরুখ। প্রতি বছর এ কাজটি নিয়মিত করেন তিনি। এ বছর জন্মদিনেও এর ব্যতিক্রম হবে না বলে ধারণা করা হচ্ছে।