
রবিউলা ইসালাম টঙ্গী ॥ গাজীপুরের টঙ্গী খাঁ-পাড়া এলাকায় সরকারী বলেশ্বর দীঘিটি এখন ভুমিদস্যুদের দখলে। কবে রক্ষা পাবে ভুমিদস্যুদের কবল থেকে টঙ্গী খাঁ পাড়ার ঐতিয্যবাহী সরকারী বলেশ্বর দীঘিটি। এমনটাই আসংকা করছে এলাকাবাসীর। বিভিন্ন সময় এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কয়েকটি সংগঠনের ব্যনারে এ দীঘিটি রক্ষার দাবীতে মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কার্যক্রম করেছে। এসব আন্দোলন দেশের সনামধন্য প্রিন্ট ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়ায়ও তোলপাড় হয়েছে। আন্দোলন ও সংবাদ প্রচারের পর গাজীপুর জেলা প্রশাসন চার বার উচ্ছেদ নোটিশ করেছে। উচ্ছেদের নোটিশের তারিখের আগেরদিন ওই দীঘি দখল করে যেসব স্থাপনা তৈরী হয়েছে তার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হলেও রহস্য জনক ভাবে তা আবার স্থগিত হয়ে যায়। সরেজমিনে ঘুরে জানা গেছে, ১৮৩৩ সালে খনন হওয়া এ বলেশ্বর দীঘিতে একসময় চারপাশে ছিল গাছ গাছালীতে ভরা, ছিল শতবর্ষী একটি বটগাছও। যেখানে হতো বিভিন্ন নাটকের সুটিং। চৈত্র, বৈশাখ ও জৈষ্ঠের তীব্র গরমে মানুষ এর পাড়ে বসে থাকতো রোদের তাপদাহ থেকে একটু শস্তি পেতে। সারা বছর স্থানীয় জনগন এখানে মাছের চাষ করে জীবিকা নির্বাহ করতো। এছাড়াও এলাকার অক্সিজেনের চাহিদাও মিটে আসতো এখান থেকে। কিন্তু এখন নেই সেই ছায়াঘেরা পরিবেশ। শতবর্ষী বটগাছটিও কেটে স্থাপনা গড়ে তুলেছে দখলদার ভুমিদস্যুরা। ৩ শত ৮০ শতাংশের সরকারী এ বলেশ্বর দীঘিটির চারপাশ ভরাট করে গড়ে উঠেছে ৬ তলা ভবনসহ অসংখ্য স্থাপনা। স্থানীয় সায়্যেদ খা, বিপ্লব খা, জামায়াতে ইসলামের সদস্য গোলাম ফারুকের ৬ তলা ভবনসহ বিভিন্ন স্থাপনা দিয়ে ঘিরে রেখে এখনও চালিয়ে যাচ্ছে তাদের দখল কার্যক্রম। কিন্ত দীঘিটি রক্ষায় সরকারী সংশ্লিষ্ট দপ্তরগুলোর তেমন কোন উচ্ছেদ কার্যক্রম লক্ষ করা যায়নি।
স্থানীয় একটি স্কুলের শিক্ষক মোঃ মেহের খা আক্ষেপ করে বলেন, এ দীঘিটি নিয়ে যত আন্দোলন সংগ্রামই হোক টাকার কাছেই হার মানছে প্রশাসনসহ সবাই। তা না হলে বেশ কয়েকবার উচ্ছেদ নোটিশ হয়েছে। গত বছরের ডিসেম্বরে উচ্ছেদের উদ্দেশ্যে গ্যাস, বিদ্যুৎ আর পানির লাইনও কাটলো। কিন্তু ওই আয়োজনের পর পরই আর কোন কার্যক্রম দেখা যায় না। এইটার কি রহস্য তাইতো বুঝতে পারছিনা। স্থানীয় আলেপ খা নামের আরো একজন বলেন, “আর নিউজ কইরা লাভ কি? কত পত্রিকা আর টিভিতেইতো সংবাদ অইল কি অইছে? স্থানীয় পুলিশ প্রশাসন আর জেলা প্রশাসনও ওই সায়্যেদ খা’রা কিন্না লইছে। তারাতো কিছু করে না। স্থানীয় আরো একটি বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বলেন, “যে দেশে লীজের নামে জোর করে সরকারী সম্পদ দখল করে স্থাপনা তৈরী করে ভুমিদস্যুরা নিজের সম্পদ হিসেবে ব্যবহার করে। যেখানে প্রশাসন এসেও তার সাথে যোগাযোগ করে চলে যায়। তাইলে আমরা সাধারন জনগন কি বুঝতে পারি বলেন? কয়েক বারতো আমরা আন্দোলন সংগ্রাম করলাম। কত হুমকী ধামকী সহ্য করলাম। অনেক সাংবাদিকরা নিউজ করলেন। জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি পর্যন্ত দিলাম। তা উচ্ছেদে কয়েকবার নোটিশও করল জেলা প্রশাশক দপ্তর থেকে। কই উচ্ছেদের কোন কার্যক্রমতো বাস্তবায়ন করলনা তারা? রহস্যটা কোথায়? ”
এ ব্যপারে সাবেক টঙ্গী পৌরসভার প্রাক্তন কমিশনার নাসির উদ্দিন মোল্লা বলেন, একটি দুষ্টচক্র এই গাজীপুরের ঐতিহ্য বলেশ্বর (খাপাড়া) দীঘিটি লীজের নামে দখলের স্বর্গ রাজ্যে পরিনত করেছে। আমরা স্থানীয় ভাবে বিভিন্ন সময় অনেক আন্দোলন সংগ্রাম করেও রক্ষা করতে পারিনি। গাজীপুরের সাবেক জেলা প্রশাসক এম এস আলমকে স্বারকলিপিও দিয়েছি। তিনি ব্যপক উদ্যোগে উচ্ছেদে কার্যক্রমও হাতে নেয় কিন্তু আকষ্মিকভাবে রহস্যজনিত কারনে তা আবার স্থগিত করে দেয়। এর রহস্যই আমরা খুজে পেলাম না। এলাকার জনগনের স্বার্থে এ দীঘি থেকে অবৈধস্থাপনা উচ্ছেদ করে চারপাশে ওয়াকওয়ে নির্মান করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গাজীপুর এডিসি রেভিনিউ মাহাবুব হাসান বলেন, আমি নতুন এসেছি, বলেশ্বর দীঘিটির বিষয়ে আমি অবগত না। তবে এ ব্যপারে নোট রাখছি। জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এর অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ নেব। এ দীঘিটি ভুমিদস্যুদের হাত থেকে উদ্ধার করে এর চারপাশে ওয়াকওয়ে নির্মান করে জন সাধারনের ব্যবহার উপযোগী হিসেবে ব্যবহারে আশু পদক্ষেপ নেয়ার দাবী স্থানীয়দের।