বল হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন রবিচন্দ্রন অশ্বিন

ক্রীড়া ডেস্ক : বল হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে মুশফিকুর রহিমের উইকেট নিয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০ উইকেটের রেকর্ড গড়েছিলেন।

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে ভাঙলেন ৩৮ বছরের পুরোনো একটি রেকর্ড। ভারতীয় মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নতুন কৃর্তি গড়েছেন অশ্বিন। ১৯৭৯-৮০ মৌসুমে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ৬৩ উইকেট নিয়েছিলেন।

শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসন স্টেডিয়ামে মিচেল স্টার্কের উইকেট নিয়ে এবারের মৌসুমের ৬৪তম উইকেটের স্বাদ নেন অশ্বিন। স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন স্টার্ক। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অশ্বিন প্রথম দিন পেয়েছিলেন ম্যাট রেনশ ও স্টিভ স্মিথের উইকেট।

কপিল দেবের রেকর্ড ভেঙে অশ্বিন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এ মৌসুমে অশ্বিন আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন। নিশ্চিতভাবেই নিজের অর্জনকে চূড়োয় নিয়ে যাবেন ডানহাতি এ অফস্পিনার।