ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দল থেকে অনেকটাই বাইরে পেসার আবুল হাসান রাজু। ঘরোয়া ক্রিকেট লিগগুলোতে ভালো করতে না পারায় লাইমলাইটের অনেকটা বাইরে ডানহাতি এ পেসার। তবে চার-ছক্কার ধুন্ধুমার লড়াই বিপিএলের শুরুটা দারুণ করেছেন রাজু। বুঝিয়ে দিলেন,‘টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের না বোলারদেরও খেলা।’
মিরপুর শের-ই-বাংলায় রাজশাহী কিংসের জার্সিতে ২৮ রানে ৫ উইকেট নেন। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএল ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন আবুল হাসান। এর আগে পেসার আল-আমিন হোসেন বল হাতে ৩৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট। টি-টোয়েন্টিতে এটিই আবুল হাসানের সর্বোচ্চ সাফল্য। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছিলেনি তিনি।
৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন রাজু। কিন্তু আরিফুল হক সেই সুযোগ দেননি। ১৮তম ওভারের প্রথম বলে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করার পর দ্বিতীয় বলে আলোক কাপালিকে সাজঘরে ফেরত পাঠান আবুল হাসান। এর আগে নিজের প্রথম ওভারেই রিকি ওয়েলসের উইকেট নেন এ পেসার। অফস্ট্যাম্পের বাইরের বল বসে রিভার্স সু্ইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন ইংলিশ ক্রিকেটার।
এরপর মাঝে নিজের তৃতীয় ওভারে দুই উইকেট পাওয়ার পর শেষ ওভারে দুই উইকেট তুলে ৫ উইকেটের স্বাদ নেন আবুল হাসান। ২০তম ওভারের দ্বিতীয় বলে আরিফুল হক শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন। চতুর্থ বলে শফিউল ইসলামকে স্লোয়ার ইয়র্কারে আউট করেন ডানহাতি এ পেসার। তার দূর্দান্ত বোলিংয়ে খুলনাকে ১৩৩ রানে আটকে দেয় রাজশাহী কিংস।
পঞ্চম বোলার হিসেবে বিপিএলে ৫ উইকেটের স্বাদ নিলেন আবুল হাসান। এর আগের চার বোলার হচ্ছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি, কেভন কুপার, থিসারা পেরেরা ও আল-আমিন হোসেন।