
নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগের রাজনীতি থেকে টাউট বাটপার, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, প্রতারক, সুবিধাবাদী ও হঠাৎ করে আসা বসন্তের কোকিলদের হটানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জম্মদিন’ উপলক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদ রোববার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ গ্রহণ ও অনুসরণ করার জন্য নতুন প্রজম্মের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতা। সারা দুনিয়া তার বক্তব্য ও মন্তব্যের দিকে তাকিয়ে থাকে। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় আইসিটি সেক্টরে নতুন মাত্রা যোগ করেছেন। তার নেতৃত্বে তোমাদের এগিয়ে যেতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।’
‘তবে আওয়ামী লীগের রাজনীতি থেকে টাউট বাটপার, ধান্দাবাজকের হটাতে হবে। রাজনীতি থেকে দুর্নীতিবাজ ও প্রতারক, সুবিধাবাদি, হঠাৎ করে আসা বসন্তের কোকিলদের হটাতে হবে’, বলেন সেতু মন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমরা চাটুকারিতা করবে না। চাটুকারি মোসাহেবদের ঘৃণা করবে। এটা তোমাদের করতে হবে। যদি শেখ হাসিনার হাতে দেশ থাকে তাহলে পথ হারাবে না বাংলাদেশ। তিনি ৭০ তম জন্মদিনে বাংলাদেশকে ৭০ বছর এগিয়ে নিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘নেত্রীর জন্মদিন উপলক্ষে তোমাদের বলবো, মাদকের অভিশাপ সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। মাদককে না বলো। নিজেরা মাদক নেবে না অন্যকেও মাদক গ্রহণ করতে দেবে না।’
তিনি বলেন, ‘মাদক আমাদের সমাজে ভয়াবহ ছোবল দিয়েছে। আগামী দিনের তরুণ সমাজ ও ভবিষ্যত প্রজন্মকে মাদকের এই ছোবল থেকে রক্ষা করতে হবে।’
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,
আয়োজক সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চেীধুরী এমপি, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এমপি।